আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার বেলোকাটি গ্রামে অভিনব কায়দায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় মুখোশধারী ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগত টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসি জানায়, উপজেলার বেলোকাটি গ্রামের মৃত ডাক্তার আবদুল হক মোড়লের ছেলে তবিবুর রহমান বাড়িতে না থাকার সুযোগে ১০/১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত দল বাড়ির পাশে ওঁৎপেতে বসে থাকে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন ঘর থেকে বাইরে আসলে এ সুযোগে ডাকাতরা ঘরের ভেতর ঢুকে পড়ে। তাঁর স্ত্রী বাইরের কাজ সেরে ঘরের ভেতর ঢুকলে ডাকাতরা অস্ত্রের মুখে তার ২ হাত বেঁধে জিম্মি করে আলমারির চাবি দিতে বাধ্য করায়।
এক পর্যায়ে ডাকাতরা আলমারির ভেতর থেকে নগদ ২০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে থানার ডিউটি অফিসার শেখ মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় তবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত অনেকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।