আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া শ্রেণি কক্ষের চাল মেরামত করতে না পারায় যশোরের কেশবপুরে শহীদ ফ্লাইট লে: মাসুদ মেমোরিয়াল কলেজে পাঠদান মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। ছয়টি শ্রেণি কক্ষের টিনের চাল ঝড়ে লন্ডভন্ড হওয়ায় শিক্ষার্থীদের ওই কক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। গত ২ মাস যাবৎ এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ওই কক্ষ গুলোতে পাঠদান করানো হত। শ্রেণি কক্ষের পাশাপাশি লাইব্রেরির চালটিও ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে কলেজটিতে গিয়ে দেখা যায়, ছয়টি শ্রেণি কক্ষের টিনসেডের চাল লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীদের কলেজের অন্য কক্ষে নিয়ে পাঠদান করানো হচ্ছে। প্রায় ২ মাস গত হলেও কলেজ কর্তৃপক্ষ ঝড়ে ক্ষতি হওয়া টিনের চাল মেরামত করতে পারেননি। কলেজের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ঝড়ে কলেজের শ্রেণি কক্ষের চাল নষ্ট হলেও দীর্ঘদিন মেরামত না করায় কলেজটির সৌন্দয্যও নষ্ট হয়ে পড়েছে। অবস্থা এমন পর্যায় পৌয়েছে বৃষ্টি না হলেও রৌদের ভেতর শ্রেণি কক্ষ গুলোতে যাতায়াত করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, গত ২ মাস আগে ঝড়ে কলেজের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের টিনসেডের চাল লন্ডভন্ড হয়ে যায়। ছয়টি শ্রেণি কক্ষ ও লাইব্রেরির চাল ক্ষতিগ্রস্থ হলেও অর্থের অভাবে মেরামত করা সম্ভব হয়নি। সাময়িক শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কৃষি ডিপ্লোমা ভবনের ২ টি কক্ষসহ অন্য কক্ষে পাঠদান করানো হচ্ছে। আর লাইব্রেরির বই কম্পিউটার রুমে নিয়ে রাখা হয়েছে। দ্রুত শ্রেণি কক্ষসহ লাইব্রেরির চাল মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কলেজের শ্রেণি কক্ষসহ লাইব্রেরি টিনের চাল ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।