আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি ।। কেশবপুরে ৬ জন ব্যবসায়ীসহ ৮ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা যৌথ মিলে ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দিনে এই জরিমানাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় বুধবার ও বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা যৌথ মিলে সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরির্দশন করেন।
সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলার চুয়াডাঙ্গা বাজারে কর্সমিটিক দোকান মালিক জিয়াউল রহমানকে ১ হাজার টাকা, মঙ্গলকোট বাজারে হার্ডওয়ারের দোকান গোলাম ফারুককে ১ হাজার টাকা, আলতাপোল গ্রামের স মিল মালিক এলাহি মোড়লকে ২ হাজার টাকা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাচাঁমালের দাম বেশি রাখায় কাচাঁমাল ব্যবসায়ী নূরু ইসলামকে ৩ হাজার টাকা,বাগদা গ্রামের মটর সাইকেল চালক আসাদুর রহমানকে ৫শ টাকা, পাঁজিয়া বাজারে হার্ডওয়ারের দোকান মালিক সেলিমকে ৫শ টাকা,দোকান মালিক শেখ শাহাজানকে ১ হাজার টাকা,বরণডালি বাজারে ট্রাক চালক সাগরকে ২ হাজার টাকা জরিমানা করেন