আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে পল্লীতে শারিরীক প্রতিবন্ধী (তৃতীয় লিঙ্গ) এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধী ওই যুবতী বাড়ির পাশেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের প্রতিবন্ধী ওই যুবতী বিকেলে বাড়ির পাশে ঘাস কাটতে ও তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশী মৃত আরশাদ আলী সরদারের ছেলে আব্দুল মোমিন ওই যুবতীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে প্রতিবন্ধী যুবতী ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে জানায়। ওই দিন যুবতীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরদিন বুধবার কেশবপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে ওখানে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষক আব্দুল মোমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।