কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা শিশুসহ আহত- ৩ স্বর্ণের চেইন লুট

12

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্ব জখম করে স্বর্ণের চেইন লুট করে নিয়েছে প্রতিপক্ষরা। জখম ব্যক্তিদের মধ্যে ২ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ১ জন স্থানীয় চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় আবুল হোসেন শেখ বাদী হয়ে কেশবপুর থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
আবুল হোসেন শেখ, তার ছেলে কামরুল শেখ, মনিরুল শেখ সাংবাদিকদের জানান, আমার বসভিটার লাগানো পুইশাক গাছ একই গ্রামের মৃত কালা চাঁদ শেখের ছেলে হাসান শেখের ছাগলে ওই লাগানো পুইশাক গাছটি খেয়ে ফেলে।

এরই প্রতিবাদ করায় হাসান আলী শেখ, ফারুক শেখ, ইয়াসিন আলী শেখ, মহসীন আলী শেখ, ছায়রা বেগম, মনোয়ারা বেগম মিলে রবিবার সন্ধ্যায় লাঠিসোটা দিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে আকলিমা বেগমের গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং বাড়ির পাশে বাঁশ বাগানে তাকে ফেলে রাখেন প্রতিপক্ষরা। জখম ব্যক্তিরা হলেন, ফরিদা বেগম (৪০), আকলিমা বেগম (৩০), মিনা খাতুন (০৭)। কামরুল শেখ আরও বলেন, এর আগেও পূর্ব শত্রæতার জের ধরে আমার পরিবারের লোকদের মারপিট করে ছিল হাসানের পরিবাররা।

এ ব্যাপাারে সরাসরি ইয়াসিন আলী শেখের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা তাদেরকে মারপিট করিনাই। বরং আমার মা ছায়রা বেগম (৪৫) কে মারপিট করে আহত করেছে। মাকে স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার এএসআই মহসিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।