কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত-৩

14

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মহিলাসহ ৩জনকে মারপিট করে আহত করেছে ।

এরমধ্যে ১জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকি ২ জন স্থানীয় চিকিৎসা নিয়েছে। উপজেলার দুরমিটিয়া গ্রামের আব্দুল আহাদ সরদারের স্ত্রী আহত সালমা বেগম সাংবাদিকদের জানান শাহানারা বেগম,হাসিনা বেগম,জলি বেগম,সেলি বেগম, পলি বেগম,শাহিদা বেগম মিলে আমাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মারপিঠ করতে থাকে।

এ সময় আমার ছেলে রাকিব হাসান(১১) জনি সরদার(৬) কে মারপিঠ করা হয়।এই ব্যাপারে সরাসরি শাহানারা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমরা সালমা ও তার ছেলেদেরকে মারপিঠ করিনি। তারা নিজেরা মাটিতে পড়ে গিয়ে আমাদেরকে হয়রানি করার জন্যে মিথ্যাভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। সালমা একজন মামলা বাজ এলাকার নিরোহ মানুষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করে থাকেন।