কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

24

এক গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে এক গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার শিকারপুর গ্রামের সলেমান গাজীর স্ত্রী রেকসোনা খাতুন (৩০) সাংবাদিকদের জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সেকেন্দার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী, তরিকুল ইসলাম গাজী মিলে রবিবার দুপুরে লাঠিসোটা ও দাড়ো কোদাল দিয়ে আমাকে পিটিয়ে গুরুত্ব জখম করে। এবং আমার বাম হাতটি ভেঙ্গে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত রেকসোনা খাতুন জানান। এ ব্যাপারে মুঠোফোনে তরিকুল ইসলাম গাজীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, তাকে মারপিট করে হাত ভেঙ্গে দেওয়া হয়নি। নিজে পড়ে গিয়ে হাত ভেঙ্গে গেছে। এবং আমার মা সালেহা বেগম (৪৫) কে মারপিট করেন তারা। আমার স্থানীয় চিকিৎসা নিয়েছে।