কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দিন মজুরী আহত নগদ টাকা লুট

10

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ১ দিন মুজুরীকে পিটিয়ে গুরুত্ব আহত করার পর নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার সুজাপুর গ্রামের মৃত তাজ উদ্দীন গোলদারের ছেলে দিন মুজুরী আহত মিজানুর রহমান গোলদার সাংবাদিকদের জানান, পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের আমজেদ হোসেন তার ছেলে ইউছুপ আলী লাঠিসোটা দিয়ে রবিবার রাত ৮টা দিকে আমাকে মারপিট করার পর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছিল বলে আহত মিজানুর রহমান গোলদার জানান।

এ ব্যাপারে একাধিক বার আমজেদ হোসেনের মুঠোফোনে চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।