কেশবপুরে ড্রেন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪॥ নগদ টাকা লুটসহ বাড়ি ঘর ভাংচুর॥ আটক – ৪

7
কেশবপুরে ড্রেন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে ড্রেন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা লুট ও বাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় চিকিৎসা নিয়েছে। এঘটনায় সুশিল দাস বাদী হয়ে কেশবপুর থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এঘটনায় থানা পুলিশ ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটক ব্যাক্তিরা হলেন, জাহাঙ্গীর হোসেন শেখ (২৮), সুজন শেখ (২২), বাবলু শেখ (২৭), আমীর শেখ (৪৫)। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দশকাহুনিয়া গ্রামের মৃত অন্নচরণ দাসের ছেলে সুশিল দাসের বসত বাড়ির জমির উপর দিয়ে একই উপজেলার ভেঁরচি গ্রামের নজরুল ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন শেখ শনিবার সকালে জোরপূর্বক ড্রেন তৈরি করতে থাকে।

এসময় সুশিল দাস জানতে পেরে ড্রেন নির্মানে বাঁধা দিলে জাহাঙ্গীর হোসেন শেখ তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। এরপর একই দিনে বিকালে জাহাঙ্গীর হোসেন শেখ রাহুল হোসেন শেখ, সোবহান হোসেন শেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে লাঠি ও দেশী অস্ত্র হাতে নিয়ে সুশিল দাসের বসত বাড়িতে হামলা করে বাড়ি ভাংচুরসহ নগদ ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এসময় সুশীল দাস (৫৫), তার স্ত্রী সুষমা দাস (৫০), ছেলে সঞ্জয় দাস (৩০), ভাই পঞ্চানন দাস (৭০) কে হামলাকারীরা মারপিট করে গুরুতর আহত করে।

খবর পেয়ে ভেঁরচি ফাড়ির পুলিশ আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতেই ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজর আলী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেন।