আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: নিরাপদ সড়ক নিরাপদ বাংলাদেশ, ট্রাফিক আইন মেনে চলুন দুর্ঘটনা এড়িয়ে চলুন, সাবধানে চালান গাড়ী নিরাপদে ফিরুন বাড়ী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে কেশবপুরে ট্রাফিক সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। কেশবপুর থানার আয়োজনে ও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ’র নের্তৃত্বে ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর প্রেসক্লাব চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, পৌর কাউন্সিলর মো. মফিজুর রহমান মফিজ, শ্রমিক ইউনিয়নের আব্দুল হাকিম প্রমুখ।