কেশবপুরে জোর পূর্বক জমি দখল করে পাকা টয়লেট নির্মাণ করছে বলে অভিযোগ

72

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জোর পূর্বক জমি দখল করে পাকা টয়লেট নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইকবাল হোসেন মোল্যা বাদি হয়ে কেশবপুর থানাসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বায়সা গ্রামের ইকবাল হোসেন মোল্যার বায়সা মৌজার ৬৩৬ আর এস খতিয়ানের আর.এস ১৩০৪ দাগের এক একর ৬ শতাংশ বাস্ত জমির মধ্য থেকে ৩৩ শতাংশ বাস্ত জমি ওয়ারিশ সূত্রে পাওয়া কোন প্রকার নিয়ম নীতি না মেনে একই গ্রামের মৃত মেহের মোল্যার ছেলে মিজানুর রহমান মোল্যা ক্ষমতা ও গায়ের জোরে জোর পূর্বক জমি দখল করে পাকা টয়লেট নির্মাণ করে চলেছে। বাঁধা দিতে গেলে মিজানুর রহমান মোল্যা আমাকে নানা ভাবে হুমকী অব্যাহত রেখেছে। এ ব্যাপারে মিজানুর রহমান মোল্যার মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।