কেশবপুরে জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত কনক সভাপতি,মিন্টু সম্পাদক ও উৎপল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

14
কেশবপুর
কেশবপুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেশবপুর শাখার দ্বি-বার্ষিক সন্মেলন শুক্রবার সকালে শহরের স্বর্ণপট্টির দে মাকের্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে ।দ্বি-বার্ষিক সন্মেলন উপলক্ষ্যে প্রথম পর্বের অধিবেশন কেশবপুরে জুয়েলার্স সমিতির সভাপতি কনক সেন এর সভাপতিত্বে ও সহÑ সাধারণ সম্পাদক কার্তিক রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন কেশবপুরে জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দূস সালাম মিন্টু, তপন দে,গোকুল কর্মকার, তাপস দে, শ্যামল সেন, মনোরজ্ঞন দে মনু ,গৌতম কর্মকার, তিতাস দে, মধূসূদন কর্মকার,সজ্ঞয় সেন, উৎপল দে চৈতন্য সরকার, উদয় শংকর পাইন, সত্য প্রমূখ। এরপর দ্বিতীয় অধিবেশন মনোরজ্ঞন দে মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় সর্বসন্মতিক্রমে কনক সেন কে সভাপতি, জগ্ননাথ দে পাচু কে সিনিয়র সহ-সভাপতি, হরিপদ কর্মকার কে সহ-সভাপতি, আব্দূস সালাম মিন্টু কে সাধারণ সম্পাদক ও উৎপল দে কে সাংগঠনিক সম্পাদক ও মধূসুদন কর্মকার কে কোষাধ্যক্ষ করে ১৮ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।