কেশবপুরে জামায়াতের ৭ নেতাকর্মীসহ আটক ১৩

28

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ৭ নেতা কর্মীসহ বিভিন্ন অভিযোগে ১৩ জনকে আটক করেছে।

থানা সূত্র জানায়, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতের সভাপতি বরনডালি গ্রামের আলফাজুর রহমান, একই গ্রামের জামায়াত কর্মি আবুল হাসান, চাঁদড়া গ্রামের নজরুল ইসলাম, তেঘরী গ্রামের শিবীর নেতা আবু সাঈদ, জামায়াত নেতা আলতাপোল গ্রামের আবু তাহের, সাবদিয়া গ্রামের ইসমাইল হোসেন, ভালুকঘর গ্রামের রফিকুজ্জামানকে বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার করে। এছাড়া মাদকসহ বিভিন্ন মামলায় বায়সা গ্রামের আব্দুল গনি, আমজাদ হোসেন, মূলগ্রামের চন্দন দাস, মনোহরনগর গ্রামের সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ও যশোরের কোতয়ালী থানার হাটভিলা গ্রামের শহিদুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।