আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস কেশবপুর হাসানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাসানপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সদস্য আঃ আহাদের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য প্রকৌশলী হাসান আলমগীর, কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, মহিলা সাধারণ সম্পাদিকা মমতাজ বেগম, সদস্য ফতেমা বেগম,ফরিদা বেগম,সালমা বেগম,তারা বেগম, কুলছুম বেগম, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরওয়ায়, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজারুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম পান্না,তবিবুর রহমান ইবাদুল ইসলাম , সিরাজুল ইসলাম,জিয়াউর রহমান, আব্দুল গফুর, বাশার খান সেলিম খান,মনিরুল জামান,অনাথ নাথ বন্ধু দাস, ছাত্রলীগ নেতা আবু হাসান,প্রমুখ। কেশবপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।