আজিজুর রহমান, কেশবপুর থেকে : কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান।
বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান গাজী (সাঈদ), সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, হারুনার রশীদ, প্রভাত রায়, প্রবীর মিত্র প্রমুখ।