কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবন্ধীর স্ত্রীকে পিটাল প্রতিপক্ষরা

19

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবন্ধীর স্ত্রীকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। আহত ওই মহিলাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাম প্রসাধ নন্দ বাদী হয়ে কেশবপুর থানায় ২ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছে।

উপজেলা মূলগ্রামের প্রতিবন্ধী অরবিন্দ নন্দীর স্ত্রী তুলসী নন্দী (৩২) সাংবাদিকদের জানান, একই গ্রামের মৃত ফনি নন্দীর ছেলে বাসু নন্দীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে লাঠিসোটা দিয়ে বাসু নন্দী ও তার স্ত্রী অঞ্জলী নন্দী মিলে আমাকে মারপিট করে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে সরাসরি বাসু নন্দীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ১১ মাস আগে ২৬ নং মূলগ্রাম মৌজার ৯৬৮ নং খতিয়ানে ৮০০৮ নং দাগে প্রায় ১ শতক জমি একই গ্রামের রাম প্রসাধ নন্দীর কাছ থেকে রেজিষ্ট্রি দলিল মূলে ক্রয় করি। রাম প্রসাধ নন্দীর আপন ভাই অরবিন্দ নন্দী এখনও ওই জমি তার দখলে রেখে বিভিন্ন সময় জোর পূর্বক ভাবে ঘর নির্মাণের চেষ্টা করে আসছে এবং বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দিয়ে হয়রাণী করে চলেছে আমার পরিবারকে।