আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর : কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে রফিকুল ইসলাম মোড়ল (৩২) নামের এক যুবককে মারপিঠ করে গুরুতর আহত করার ঘটনায় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই প্রতিপক্ষরা বেপরোয়া হয়ে উঠেছে। আহত ওই যুবক এখনও পর্যন্ত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। প্রতিপক্ষের ভয়ে আহত রফিকুল ইসলাম মোড়ল কোন দপ্তরে অভিযোগ দিতে সাহস পাচ্ছে না।
উল্লেখিত উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাহেব আলী মোড়লের ছেলে রফিকুল ইসলাম মোড়লের সাথে দীর্ঘদিন ধরে একই উপজেলার ব্রহ্মকাটি গ্রামের রাজ আলী মোড়লের ছেলে সুলতানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকালে কথা কাটা-কাটির এক পর্যায়ে সুলতান লাঠি দিয়ে রফিকুল ইসলাম মোড়লকে মারপিঠ করে গুরুতর আহত করে। এব্যাপারে সুলতান মোড়লের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি তাকে মারপিঠ করিনি। সে নিজে পড়ে গিয়ে আঘাত পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে আহত রফিকুল ইসলাম মোড়ল জানান।