আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জনকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতের মধ্যে ২ জনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত আহাজারুল ইসলাম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে ও তার স্ত্রী জেসমিন বেগম স্থানীয় চিকিৎসা নিয়েছে। জানা গেছে উপজেলার বায়সা গ্রামের মৃত বিলায়েত আলী মোড়লের ছেলে আব্দুস সাত্তার মোড়লের সাথে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলী হোসেন,মৃত সামছুর মোড়লের ছেলে মুকুল হোসেনের সঙ্গে জমি জমা সংত্রæান্ত ও মামলা মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরুদ্ধে চলে আসছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাপ্লাই পানির পাইপের সংযোগের ঘটনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান,মুকুল হোসেন,তার স্ত্রী মাছুরা বেগম,ছেলে মাসুদ হোসেন,মেয়ে মনিরা খাতুনসহ ২/৩ জন মিলে বাঁশের লাঠি,লোহার রড,হাতুড়ী,ধারালো দা অস্ত্রে সজ্জিত নিয়ে আব্দুস সাত্তার মোড়লের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুস সাত্তার মোড়ল(৫৫),আনিচুর রহমানের স্ত্রী সেলিনা বেগম(২৫), আব্দুস সাত্তার মোড়লের ছেলে আহাজারুল ইসলাম(৩৫),তার স্ত্রী জেসমিন বেগম(২৫),প্রতিবাদ করতে গেলে আব্দুস সাত্তার মোড়ল(৫৫),আনিচুর রহমানের স্ত্রী সেলিনা বেগম(২৫), আব্দুস সাত্তার মোড়লের ছেলে আহাজারুল ইসলাম(৩৫)কে মারপিট করে গুরুতর আহত করাসহ আহাজারুল ইসলামের জেসমিন বেগমের পরিহিত শাড়ী কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে ও আব্দুস সাত্তার মোড়লের পরিবারে সকলকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায় প্রতিপক্ষরা।
আহতের মধ্যে আব্দুস সাত্তার মোড়ল ও সেলিনা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় লিখিত অভিযোগের প্রস্তচু চলছে বলে আব্দুস সাত্তার মোড়লের ছেলে আহাজারুল ইসলাম জানান।
এ ব্যাপারে মাসুদ হোসেনের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।