কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দূর্গাপুজা মন্ডপ পরিদর্শণ

10
ইসমাত আরা সাদেক
ইসমাত আরা সাদেক

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার বিভিন্ন দূর্গপুজা মন্ডপ পরিদর্শণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব নির্বিঘ্নে পালনে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেশবপুর পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্মণ ও কমিটি নের্তৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান , কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, আব্দুল লতিফ রানা, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা।