আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী যুবসমাজকে মাদকমুক্ত রাখতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। মাদক থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত করতে তিঁনি কেশবপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীদের জন্যে ফুটবল প্রদান করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রদত্ত ৫০ টি ফুটবল কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে নেতাকর্মীদের হাতে ফুটবল তুলে দিয়েছেন। মঙ্গলবার তারই ধারাবাহিকতায় কেশবপুর পৌরসভা, ত্রিমোহিনী, সাতবাড়িয়া, মঙ্গলকোট, পাঁজিয়া ও গৌরিঘোনা ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের হাতে তিনটি করে ফুটবল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদ মোল্লা, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক টিপু সুলতান, ফারুক হোসেন, এস এম জিল্লুর রহমান, যুবলীগ নেতা লিটন গাজী, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, জামাল হোসেন, ইকরামুল হোসেন প্রমুখ।