আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর : কেশবপুরের যশোর-সাতক্ষীরা সড়কের পশ্চিম পার্শে¦ জামে মসজিদ সংলগ্ন নিউ জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে সুদক্ষ কারিগর দ্বারা যাবতীয় মেশিনের কাজ দ্রুত গতিতে যত্নের সহিত তৈরি ও মেরামত করা হচ্ছে।
জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক মোঃ সিরাজুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবত এই দোকানটি সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমার এই জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে সুদক্ষ কারিগর দ্বারা বিচুলী কাঁটা মেশিন, ধানঝাড়া মেশিন, স্যালো মেশিন, পাওয়ার টিলার, রাইচমিল, সেমাই কাটা মেশিন, বড়ি কোটা মেশিন, মাছের খাদ্য তৈরী করা মেশিন অর্ডার অনুয়ায়ী তৈরি করা হয়।
এছাড়া পুরাতন স্যালো মেশিন, পাওয়ার টিলার ক্রয়-বিক্রয় করা হয়। ব্রহ্মকাটি গ্রামের তারিব মোড়ল, ইসলাম গাজী বলেন, আমরা জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে ধানঝাড়া মেশিন ও স্যালো মেশিন ক্রয় করে নিশ্চিন্তে ভালভাবে ব্যবহার করতে পারছি।