কেশবপুরে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল

5

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মধু সড়কে গিয়ে শেষ হয়।

ছাত্রনেতা মেহেদী হাসান বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সুজন রহমান, আসাদুজ্জামান আসাদ, মাহাবুবুর রহমান, আরমান হোসেন, ইকবাল হোসেন, সাগরুজ্জামান প্রমূখসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।