আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে মোবাইল চোর সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি খুলনার কয়রা উপজেলার বেদকাশী গ্রামের মৃত ফয়েদ আলীর ছেলে। চুরিকৃত মোবাইল ফিরে পেয়ে ওই ব্যক্তির নামে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার সকালে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকের ওয়ার্ড বয় মনিরুল ইসলাম সকালে ক্লিনিকের দ্বিতীয় তলার একটি রুমে তার ব্যবহৃত মোবাইল রেখে বাথরুমে যায়। ফিরে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ্ববর্তী হাসপাতাল মোড়ে ডাকচিৎকার শুনতে পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন ওই ব্যক্তিকে চোরাই মোবাইলসহ আটক করে রাখা হয়েছে। ওই মোবাইলের মধ্য থেকে মনিরুল ইসলাম তাঁর মোবাইলটি পায়। এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক হাসান মাহমুদ বলেন, নূর মোহাম্মদের কাছে ২টি মোবাইল পাওয়া গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।