আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের মহিলাসহ ২ জন আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানাগেছে উপজেলার বড়েঙ্গা গ্রামের আনন্দ বিশ্বাসের সাথে একই গ্রামের কওছার খাঁনের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আনন্দ বিশ্বাসের স্ত্রী অসিমা বিশ্বাস (৩০) সাংবাদিকদের জানান বুধবার বিকালে বাড়ি থেকে পূজা দেখতে যাওয়ার পথে চলাচলের রাস্তা নিয়ে কওছার খাঁনের ছেলে জাকির খাঁন আমার উপরে হামলা করে আমাকে গুরুতর আহত করে। জাকির খাঁন জানান আমাকেও অসিমা বিশ্বাস হামলা করে আহত করেছে। এদিকে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণভাবে মিমাংসা হয়েছে বলে জাকির খাঁন জানান।