কেশবপুরে ঘুমন্ত অবস্থায় শিশুর মৃত্যু

11

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে হাসানুজ্জামান দেড় বছর নামের এক শিশুর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার আলতাপোল তেইশমাইল গ্রামের রাশেদুল ইসলাম লিটন সরদারের ছেলে হাসানুজ্জামান দেড় বছর মঙ্গলবার দুপুরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

রাশেদুল ইসলাম লিটন সরদারের মা সুফিয়া বেগম সাংবাদিকদের জানান, ২/৩ দিন ধরে হাসানুজ্জামান অসুস্থ্য ছিল আজ সকালে খাওয়া দাওয়ার পর সে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। দ্রুত তাকে কেশবপুর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসর বাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গৌতম কুমার রায়ের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।