কেশবপুরে গৌরিঘোনা কাশিমপুর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

28

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে গৌরিঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদ মোল্লা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, যুবলীগ নেতা শেখ কাজল, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আল হেলাল, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগ নেতা অলোক চক্রবর্তী, মজিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রানা, কেশবপুর পৌর যুবলীগ নেতা লিটন গাজী প্রমুখ। আলোচনা শেষে এস এম আনোয়ারুল ইসলামকে সভাপতি, মফিজুর রহমান শেখকে সাধারণ সম্পাদক, অনাথ গাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৪ দিনের মধ্যে কাশিমপুর ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।