আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে পূর্বরে শত্রুতার জের ধরে এক গৃহবধূকে লাজ্ঞিত, ছেলেকে মারপিঠ,বাড়িঘর লুটপাটের অভিযোগে উপজেলার ধর্মপুর গ্রামের দুখী দাসের স্ত্রী কালি দাসী বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে গত বুধবার যশোর আদালত মামলা দায়ের করেছে।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজ্ঞুরুল ইসলাম বিষয়টি কেশবপুর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।মামলার আসামীরা হলেন একই এলাকার পাগলা দাস,ও তার ছেলে বাপ্পী দাস,ভাই বাবু দাস,সুবোল দাসের ছেলে রমেশ দাস,বাপ্পী দাসের স্ত্রী শান্তি দাসী,ও বাবু দাসের স্ত্রী কুচুলি দাসী।বাদি উল্লেখ করেছেন আসামীরা পূর্বরে শত্রুতার জের ধরে তাকে লাজ্ঞিত ও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিলো।গত ২৮ ফেব্রুয়ারি বাপ্পী দাসের নেত্বতে অস্ত্রশস্ত্রে সজ্জিত নিয়ে বাদির বাড়িতে যেয়ে গালিগালাজ করতে থাকে।
এ সময় বাপ্পীর হুমুকে অন্যরা হাতে লোহার রড ও বাপ্পীর হাততে থাকা দা দিয়ে কালি দাসীর ছেলে মদন দাসকে কোপ মেরে জখম করে।পরে তারা কালি দাসকে লাজ্ঞিত করে তার গলায় থাকা সোনার চেন জোরপূর্বক ছিনিয়ে নেয়। মদন দাসকে উদ্দার করে প্রথমে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হলে পরে তার অবস্থায় উন্নাত না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।