আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার আগরহাটি বিলে কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রবীন কৃষক শওকত গোলদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগরহাটি গ্রামের রহিম গোলদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংশিষ্ট ওয়ার্ড মেম্বার লিয়াকত হোসেন খান, মহিতোষ মন্ডল, মোল্যা ইয়াহিয়া, রাশেদুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন, বিএম রোস্তম বিশ্বাস, শহিদুল গোলদার, বিএম এনায়েত আলী, মোশারফ মোল্যা, ফেরদৌস গোলাদার, মান্নান বিশ্বাস প্রমুখ। সমাবেশে আশপাশের ৭/৮ গ্রামের প্রায় এক হাজার কৃষক অংশ নেয়।
আগরহাটি ওয়ার্ড মেম্বার লিয়াকত হোসেন খান বলেন, আগরহাটি বিলে প্রায় ১১‘শ বিঘা জমি রয়েছে। বিলটিতে ইকোনোমিক জোন স্থাপন হলে এসব গ্রামের ৬‘শ পরিবার ভূমিহীন হয়ে যাবে। কেশবপুরে কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে