আজিজুর রহমান, কেশবপুর : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে শ্রমিক সংকটে কেশবপুর উপজেলা কৃষকলীগ কৃষদের ধান কেটে সহযোগিত করেছেন।
সোমবার আলতাপোল গ্রামের কৃষক জালাল উদ্দীনের আলতাপোল মৌজায় ধান কাটার উদ্বোধন করেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ধান কেটে সহযোগিতা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ।
আপরদিকে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহির দিকনির্দেশনায় কেশবপুর পৌর ছাত্রলীগ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন।
পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল ধান কাটায় অংশনেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কেন্দার ইসলাম পারভেজ, কেশবপুর পৌর ছাত্রলীগের অন্যতম নেতা তাজিম হাসান খান, পৌর ছাত্রলীগের শামীম খান, মুন্না খান প্রমুখ।