আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : বাংলাদেশ কৃষক সমিতি কেশবপুর শাখার উদ্যোগে বর্তমানে ধান কটার মৌসুমে কৃষকদের ৮ দফা দাবি উত্থাপন করে প্রধানমন্ত্রী বরাবার স্মরকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নেতৃবৃন্দ এ স্মরকলিপি দেন।
স্মরকলিপি সূত্রে জানা গেছে, কৃষকদের ধান কাটা,মাড়াই করার জন্যে হার্ভেস্টার মেশিন দিয়ে সরকারিভাবে সহয়তা করতে হবে। চলতি বোরো মৌসুমে ২০ লক্ষ টন ধান এক হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকেদের কাছ থেকে এবং এবং ১০ লক্ষ টান চাল চাতালে মাধ্যমে কিনতে হবে। দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খুলে কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। ধান কেনার ক্ষেত্রে কৃষককে কোন প্রকার হয়রানি করা চলবে না।
করোনার প্রভার,অকাল বন্যা,প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে কৃষকরে সরাসরি ১০ হাজার টাকা দিতে হবে। সকল কৃষককে দুই শতাংশ হারে সুদে ঋণ দিতে হবে। ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা,থাকা,খাওয়া বন্দবস্তো, নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করেত হবে। ধান কাটা শ্রমিকদের পরিবারকে এক মাসের ত্রাণ সহায়তা দিতে হবে। খেত মজুরদের মুজুরী নির্ধারণ করে দিতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক সমিতি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,কৃষক সমিতি শিকারপুর শাখার সভাপতি কৃষক পীর আলী সরদার,মহিতোষ মন্ডল, আনন্দ চৌধুরী প্রমুখ।