আজিজুর রহমান, কেশবপুর থেকে : কেশবপুরে কাঠ চাপা পড়ে এক কাটুরিয়ার করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে নিছার আলী সরদার (৪৫) বুড়িহাটী গ্রামে একটি গাছ মেরে সেটা বাঁশ দিয়ে ঠেস দিয়ে হস্তান্তর করছিল।
এ সময় গাছের ওই লগটি গড়াদিলে কাঠ ঠেস দেয়া বাঁশসহ কাঠ চাপা পড়ে তার মৃত্যু হয়। হাসানপুর ইউনিয়ন পরিষদের মোমিনপুর গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন জানান মৃত নিছার সরদারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।