আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে কলেজ পড়ুয়া এক ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মনিরামপুর উপজেলার সৈয়দ মোহাম্মদপুর গ্রামের আনন্দ কুন্ডুর মেয়ে কেশবপুর কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী।
উনতন কুন্ডু (১৫) সাংবাদিকদের জানান শনিবার দুপুরে কলেজ শেষে ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথিমধ্যে যশোর-সাতক্ষীরা সড়কে মধ্যকুল কালীতলা নামক স্থানে পৌছানো মাত্রই গলাই ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়।
এই সময় ইজিবাইক চালক জোরপূর্বকভাবে আমার হাতধরে গাড়ী থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। ঐ সময় তাৎক্ষনিকভাবে আমার সহপাঠীরা আমাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়।