কেশবপুরে কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত

14

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হিসেবে গড়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মান সম্মত স্বাস্থ্য সেবা কার্যক্রমের অংশ হিসেবে পাইলটকৃত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান সম্মত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের উদ্দেশ্যে এ সভা আহবান করা হয়। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কমিউনিটি সাপোর্ট কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন, ডা. সৌমেন বিশ্বাস, কেশবপুর থানার ওসি তদন্ত শাহজাহান আহমেদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ইউএনও প্রতিনিধি অধ্যাপক অসিত মোদক, এনজিও প্রতিনিধি মুনছুর আলী, সাংবাদিক কবীর হোসেন প্রমুখ।