আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার বিকালে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নে শাহাপুর ও গোপসানা গ্রামে বিল বোয়ালিয়ার যুব সংঘের উদ্যেগে যশোর জেলার অভয়নগর নওয়াপাড়া সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা ও কলারোয়া থেকে এই ঘোড়ার দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল কাদের মোড়ল সভাপতিত্বে ও আলিফ হাসেমের পরিচালনায় প্রতিযোগিতা পুরষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন ত্রিমোহনী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম,শ্যামল কুমার ম-ল মহিলা ইউপি সদস্য সাগরিকা রতœা যশোর জেলার এম.এম.কলেজের ছাত্রলীগের সহ সভাপতি এম এস জামাল উদ্দীন ত্রিমোহনী ইউনিয়নের যুবলীগের সদস্য রুবেল হাসান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গফুর,কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমানআবুবক্কর সিদ্দিক, আক্তার হোসেন, সাংবাদিক শামীম আক্তার ,নাসরিন নাহার এ্যানি প্রমুখ।
সার্বিক তত্বাবধানে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান, মফিজুর রহমান,হুমায়ন আহম্মেদ, ফারুক হোসেন, মেহেদী হাসানসহ অনেকে ।