আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিবসটি পালন উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।