কেশবপুরে এক সপ্তার ব্যবধানে একই গ্রামে ২টি মটরভ্যান চুরি

132
চুরি

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে মাত্র এক সপ্তার ব্যবধানে একই গ্রাম থেকে ২ টি মটরভ্যান চুরির ঘটনা ঘটেছে। ফলে চোর আতংক বিরাজ করছে ঐ গ্রামের মানুষের মধ্যে। জানা গেছে, লাইনে ভাড়া খেটে প্রতি দিনের ন্যায় গত শুক্রবারও উপজেলার রাজ নগর বাঁকা বর্শি গ্রামের ইছাক গাজীর ছেলে নজরুল ইসলাম উঠানে তার ভ্যানটি চার্জে দিয়ে রাতে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে তার ভ্যানটি চুরি হয়ে গেছে।

এর এক সপ্তাহ আগে একই গ্রামের অবেদ সরদারের ছেলে উজ্জলের ভ্যানটি একই কায়দায় কে বা কারা চুরি করে নিয়ে যায়। এই দুইটি পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ভ্যান দুইটি। বাঁকা বর্শি গ্রামের ভ্যান চালক নজরুল ও উজ্জল এই প্রতিনিধিকে জানান, সহায় সম্বল বিক্রি ও সমিতি থেকে লোন নিয়ে অতি কষ্টে ভ্যান দুইটি ক্রয় করি। আর ভ্যানের ইনকামের উপর চলত তাদের সংসার। তাদের আয়ের একমাত্র উৎস ভ্যান দুইটি চুরি হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে তাদের রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় দেখছেনা তারা।

এদিকে কোরবানীর ঈদকে সামনে রেখে পরপর দুটি চুরি হওয়ার পর ঐ এলাকার বাকী ভ্যানচালক ও গৃস্থ্য মালিকরা তাদের গৃহ পালিত পশুর নিরাপত্তায় রাতের ঘুম হারাম হতে বসেছে।