কেশবপুরে এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা ॥

27
আত্মহত্যা
আত্মহত্যা

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জীবন দিয়ে প্রমাণ করল পরকীয়া কাকে বলে কেশবপুরে এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।তার অকালে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এদিকে আত্মহত্যার ঘটনায় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর মেয়ের পিতা জোড়ঝাপ শুরু করেছে।সোমবার বিকালে সরজমিনে গিয়ে জানা গেছে উপজেলার বাউশালা গ্রামের বদরউদ্দিন সরদারের মেয়ে শাহানারা খাতুন (২৫)এর সাথে একই গ্রামের মতলেব মোড়লের ছেলে হাফিজুর রহমান মোড়লের (৩০) এর সঙ্গে ২১/০২/২০১১ সালে মুসলিম শরীয়াত মোতাবেক তাদের বিয়ের কাজ সম্পুর্ণ হয়। তাদের ঘরে কবির হোসেন (৬) নামে একটি পুত্র সন্তান রয়েছে। হাফিজুর রহমান মোড়ল মা হারা তার শিশু সন্তানকে নিয়ে পড়েছে বিপাকে তার শিশু পুত্রের কান্নায় ঐ এলাকা ভারি হয়ে উঠেছে। তিনি সাংবাদিকদের জানান আমি গাড়ি চালক হওয়ায় প্রায় সময় বাড়িতে না থাকায় সেই সুযোগে আমার স্ত্রী শাহানারা খাতুন প্রতিবেশী ইনছার সানার ছেলে হারুন সানার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এরপর আমার স্ত্রী শাহানার খাতুন ২০/০৪/২০১৭ তারিখে আমাকে না জানিয়ে তালাক দেন।

এলাকাবাসী জানান শাহানারা খাতুন তার স্বামীকে গোপন করে হারুনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে শাহানারা খাতুন ও হারুন সানা ঢাকাতে পাড়ি জমান। এরপর তারা দুজন ঘরোয়া বিয়ে করে বসবাস করতেন ঢাকাতে এবার ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরে আসলে মেয়ের পিতা তার মেয়েকে সাবেক স্বামীর কাছে ফিরে যাওয়ার কথা বললে সে তার পিতার কথায় রাজি হয়নি বলে তার পিতা মেয়েকে মারপিঠ করেন সেই মনের কষ্টে পিতার উপর অভিমান করে রবিবার বেলা ১১ টার দিকে শাহানার খাতুন তার পিতার বসত বাড়ির ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এলাকাবাসীকে প্রমাণ করল পরকীয়া কাকে বলে।