আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক অসহায় মহিলার বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আন্না বিশ্বাস বাদী হয়ে কেশবপুর থানায় এশটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার নতুন মূলগ্রামের মৃত অশোক বিশ্বাসের স্ত্রী আন্না বিশ্বাস সাংবাদিকদের জানান, আমার স্বামী মারা যাওয়ার সুযোগে একই গ্রামের জিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
শুক্রবার সন্ধ্যায় আবারো জিয়ার আমাকে কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জিয়ার আমাকে হুমকী প্রদান করে। শুক্রবার রাত ২ টার দিকে আমার বসত বাড়ির রান্না ঘর ও গোয়াইল ঘরসহ থাকার ঘরেও আগুণ লেগে যায়।
এ সময় আমার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জিয়ারের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।