আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি ।। কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের মৃত আহম্মদ আলি সরদারের ছেলে আব্দুল মান্নান (৫০) গত ২৭ এপ্রিল গলায় রশি দিয়ে বসত ঘরের আড়ার সাথে ঝুলে আত্নহত্যা করেছে। এলাকাবাসী ও থানা সূত্র জানা গেছে এব্যক্তি দীর্ঘদিন ধরে মস্তিস্ক রোগে আক্রান্ত ছিলেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্নহত্যা
কেশবপুরে গলায় ফাঁস দিয়ে সাহেব আলী মোড়ল (৬০) নামের এক বুদ্ধ আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হযেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার মঙ্গলকোট পাঁচপোতা গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের ছেলে সাহেব আলী মোড়ল দীর্ঘদিন ধরে ব্যধ্য জনিত রোগের কারণে ভুগছেলেন। সে সোমবার রাত সাড়ে ১১ দিকে বাড়ির পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দিযে আত্নহত্যা করে। তাকে উদ্ধার করে দ্রæত কেশবপুর হাসপাতালে আনার পথে পথের মধ্যেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হযেছে।