আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক পরিবারকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সবুরা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় ১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হিজলডাঙ্গা গ্রামের সোহবার মোড়লের বসত বাড়ির সংলগ্ন তালের পাতার মধ্যে ৩৬ ইঞ্চি একটি বেগী দা রেখে ওই পরিবারকে ফাঁসানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন একই গ্রামের মৃত সাহেব আলী মোড়লের ছেলে হাসান মোড়ল।
সবুরা বেগম সাংবাদিকদের জানান, গত ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে হাসান মোড়ল আমার বসত বাড়ির সংলগ্ন অসৎ উদেশ্যে তালের পাতার মধ্যে ৩৬ ইঞ্চি একটি বেগী দা রেখে যায়। পরবর্তীতে ওই দাটি খুজা খুজি শুরু করেন। দাটি না পেয়ে আমাকে সহ আমার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এ সময় আমি প্রতিবাদ করায় আমার ও আমার পরিবারকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি সহ প্রাণনামের হুমকী প্রদর্শন করেন। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই আকরাম হোসেন বলেন, সবুরা বেগম বাদী হয়ে কেশবপুর থানায় ১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মা ছেলে ওই দাটি থানায় জমা দিয়েছে। এ ব্যাপারে হাসান মোড়লের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি একজন ভাটা শ্রমিক। আমি বাইরে ছিলাম। এ বিষয় কিছু জানিনা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দিয়ে হয়রাণী করে চলেছে।