আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক কৃষকের ক্রয়কৃত সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষরা। উপজেলার ভাল্লুকঘর গ্রামের মৃত আরশাদ আলী সরদারের ছেলে কৃষক গণি সরদার সাংবাদিকদের জানান ১৯৮৫ সালে সাড়ে ৮শতক সম্পত্তি একই গ্রামের মৃত দুয়ে সানার ছেলে নূর আলী সানার কাছ থেকে আমি ও আমার মৃত করিম সরদার মিলে ওই সাড়ে ৮শতক সম্পত্তি ক্রয় করি। সেই থেকে ওই সম্পত্তি আমরা ভোগদখল করে আসছি। হঠাৎ করে ১৩ অক্টোবর সকালে ওই সম্পত্তির উপর বাঁশ-খুটি দিয়ে জোর পূর্বক টিনের চাল নির্মাণ করতে থাকে নূর আলী সানার লোকজন।
এসময় আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর চড়া হয়ে ওঠেন। এই সম্পত্তি উপর ঘর নির্মাণের ঘটনায় আমাদের বিরুদ্ধে থানায় ষড়যন্ত্র মূলক লিখিত অভিযোগ করেছে নূর আলী সানা। এব্যাপারে সরাসরি নূর আলী সানার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি একজন ভিক্ষুক মানুষ। আমি ভিক্ষা করে এই সম্পত্তির উপর কোন রকমে টিনের চাল দিয়ে ঘর নির্মাণ করতে ছিলাম। কিন্তু গণি সরদার ও তার ছেলে রাজ্জাক সরদারসহ ৪/৫ জন মিলে আমার ওই ঘর ভেঙ্গে দিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। ওই সম্পত্তি আমি তাদের কাছ থেকে এওয়াজ বদল করে ঘর নির্মাণ করি। শেষ সম্বলটি ভেঙ্গে দেওয়ায় আমি বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।