কেশবপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

80
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর থেকে : কেশবপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। সোমবার যশোর জেনারেল হাসপাতাল মর্গে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার উত্তর শার্শা গ্রামের আব্দুল করিম লাশটি তার ছেলের বলে সনাক্ত করেন।

উল্লেখিত রবিবার সকালে থানা পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করে পুলিশ। ময়না তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলে রাব্বী জানান, রবিবার সকালে উপজেলার শিকারপুর সানাপাড়া গ্রামের আবুল বাশারের ইরি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। সোমবার যশোর জেনারেল হাসপাতাল মর্গে ছেলে এনামূল হক কবিরের লাশ সনাক্ত করেন তার পিতা আব্দুল করিম। তিনি ময়না তদন্ত শেষে লাশ গ্রহণ করেন। তবে এই হত্যাকান্ডের বিষয়ে তিনি পুলিশকে কোন তথ্য দিতে পারেনি।