কেশবপুরে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

37

আজিজুর রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, কুরবানি মানে ত্যাগ করা। শুধু পশু জবাই দেয়া মানে কুরবানি না। আপনার মনের পশুটাকে কি কুরবানি দিতে পারলেন ? মানুষের বিরুদ্ধে যে বিদ্বেষ ও হিংসা সেটা কি কুরবানি দিতে পারলেন ? মানুষের ক্ষতি করার যে মানুসিকতা সেটা কি কুরবানি করতে পারলেন ? শুধু একটা পশু জবাই করলে আপনার কুরবানি হবে না। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ) তাঁর সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি দিতে মানুসিকভাবে প্রস্তুতি নিলেন। আর এই কুরবানি তো আমাদের স্বাদ্ধের মধ্যে। আমরা কি আমাদের নিজেদের ভাল করতে পারিনা ? আমরা কি আমাদের স্বভাব চরিত্রের পরিবর্তন আনতে পারিনা ? আমরা কি আমাদের উন্নত মানুষ হিসেবে পরিচিত করতে পারিনা ? আমাদের কুরবানির সঠিক মূল্যায়ন করতে হবে।শুক্রবার দুপুরে শহরের ডাক বাংলো চত্তরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষের সভাপতিতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এ সব কথা বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর এ পি এস মঞ্জুরুল আলম, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, প্রতিমন্ত্রীর ছেলে তানভীর সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক,থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবা ভৌমিক, চেয়ারম্যান আব্দুস সামাদ, হাবিবুর রহমান হাবিব, আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জ্জামান খান, ব্যবসায়ী নাছির গাজী, যুব লীগের আহবায়ক শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগের আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, মাষ্টার নীল রতন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবীর হোসেন, শহিদুল ইসলাম, প্রমুখ।
কেশবপুরে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক
আজিজুর রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনের নির্দেশে থানার এস আই প্রসনজিৎ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চাঁদড়া গ্রামের মৃত কিরামত আলীর ছেলে শাহিন আলম (৪০) কে শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
এদিকে বুধবার গভীর রাতে যশোরের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল রাকিব হাসানের নির্দেশনায় কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনের ইন্সপেক্টর (তদন্ত) শাহাজান আহম্মেদের নেতৃত্বে উপ-পরিদর্শক দীপক কুমার দত্ত ,এ এস আই শ্যামল সরকার সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আবদুস সবুরের ছেলে আসাদুজ্জামান (৩৮) কে শ্রীপুর গ্রাম থেকে তাকে আটক করেন পুলিশ । আটককৃতদের বৃহস্পতিবার ও শনিবার জেল হাজতে সের্পদ করা হয়েছে।