আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ (ইউসিবি) এর কেশবপুর শাখা এজেন্ট আব্দুল গফুর ছিনতাইকারীদের কবলে পড়ে ৬৯ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন খোয়া গেছে। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার কুশুলদিয়া গ্রামে তার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীরা তাকে ঘরের মধ্যে আটকে তালাবদ্ধ করে রাখে। জানা গেছে, শাখা এজেন্ট আব্দুল গফুর ঢাকা থেকে বাসযোগে শনিবার ভোর রাত সাড়ে ৩টার সময় কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে নামে। এরপর ভোর সাড়ে ৪টা দিকে মোটর ভ্যানযোগে কুশুলদিয়া গ্রামে তার বাসভবনের সামনে পৌঁছলে পাশে ওৎপেতে থাকা ৪/৫ জন ছিনতাইকারী ধারালো দা নিয়ে তাকে জিম্মি করে ৬৯ হাজার টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
এ সময় ছিনতাইকারীরা গফুরসহ ভ্যান চালককে একটি ঘরে মধ্যে আটকে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাদের ঘরের তালা ভেঙে উদ্ধার করে। আব্দুল গফুর অভিযোগ করেন, ঢাকা থেকে যাত্রীরা শহরের ত্রিমোহিনী মোড়ে নামলে ছিনতাইকারীরা তাদের অবস্থান বুঝে এভাবে প্রতিনিয়িত ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে।