কেশবপুরে আসনে লাঙ্গল প্রতিকের অফিস উদ্বোধন

39
কেশবপুরে আসনে লাঙ্গল প্রতিকের অফিস উদ্বোধন

আজিজুর রহমান, কেশবপুরপ্রতিনিধি: মঙ্গলবার বিকেলে যশোর-৬ কেশবপুর আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি এরশাদ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের লাঙ্গল প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কেশবপুর থানা মোড়ে কার্যঅলয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা রহিম ফারাজি, সৈনিক পার্টির সভাপতি সৈয়দ আহম্মদ। আরও বক্তব্য রাখেন, মশিয়ার রহমান,মোঃ কাশেম, মিলন হোসেন,আলমগীর ফারাজী, বিশ্বাস মণিরুজ্জামান মণি, গোলাম মোস্তফা ,শাহিনুর রহমান, ইয়াকুব আলী, আবু বক্কর প্রমুখ। উদ্বোধন শেষে স্থানীয় ত্রিমোহিনী মোড়ে লিফলেট বিতরণ করেন প্রার্থী হাবিবুর রহমান।