কেশবপুরে আরো ২জন করোনা শনাক্ত: মোট আক্রান্ত ১০

35

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় আরো ২জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম রিপোর্টে কেশবপুরের ২ জন পজেটিভ রয়েছে।

তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য কর্মী ও মজিদপুর ইউনিয়নের বায়শা গ্রামের একজন রয়েছেন। আক্রান্তদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাসা ও বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।

কেশবপুরে করোনাভাইরাস সনাক্ত ১০ জনের ৭জন কেশবপুর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী। ১জন প্রাইভেট ক্লিনিকের স্টাফ।

এ সংবাদ এলাকায় প্রচারের সাথে সাথে কেশবপুর হাসপাতাল জনশুন্য হয়ে পড়েছে। অতি প্রয়োজন ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করছেনা।

সকাল থেকে কেশবপুরে সেনা টহল চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষে জনসাধারণকে ঘরে থাকার জন্য মাইকিং অব্যাহত ছিল।