কেশবপুরে আবারও মরা বটগাছের ডাল ভেঙ্গে প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

23

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আবারও মরা বটগাছের ডাল ভেঙ্গে প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও সুফল পায়নি এলাকাবাসী। মঙ্গলবার বিকালে ওই মরা বটগাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ এর তারের উপর পড়লে তার ছিড়ে মাটিতে পড়ে। পাশে থাকা বাড়ি ঘরের লোকজন ভয়ে দিকবিদিক ছুটে যায়।

জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের মোসলেম উদ্দিন মোড়লের বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার উপর প্রায় ৩’শ বছরের একটি বটগাছ মারা গেছে। বট গাছটির পাশ দিয়ে বিদ্যুৎ লাইন যাওয়ায় প্রায় মৃত বট গাছের ডাল ভেঙ্গে তারের উপর পড়ায় অধিকাংশ সময় বিদ্যুৎ সংযোগ বন্দ থাকে।

এ ছাড়া বট গাছটির দু’পাশ দিয়ে দু’ টি রাস্তা একটি গড়ভাঙ্গা বাজার ও অপরটি কেশবপুর মেইন সড়কের সাথে মিশেছে। রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারনের চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বট গাছের ডাল ভেঙ্গে পরপর দুদিন এ ধরনের ঘটনা ঘটেছে। বটগাছের আশপাশের লোকজন ভয়ে বাড়ী থাকতে পারছেনা।

যে কোন সময় এর থেকেও বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসি। পাঁজিয়া অভিযোগ কেন্দ্রের আব্দুল কাদের জানান, মৃত বট গাছটি এর আগেও ডাল ভেঙ্গে পড়েছে। আজকের ডাল ভাঙ্গাতে ২ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, গাছটি যেহেতু সরকারি রাস্তার উপর এবং মাঝে মধ্যে যখন এ ধরনের ঘটনা ঘটছে সে ক্ষেত্রে গাছের ডালগুলো কেটে মাটিতে ফেলে রাখার কথা স্থানীয় অনেকেরই বলেছি। আর প্রশাসনিক ভাবে যাকে বলার দরকার তাদেরকে বলেছি।