কেশবপুরে আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

28

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে এ সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম পিটু, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুবলীগের আহবায়ক পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, উপজেলা ছাত্রলীগের নেতা খন্দকার আব্দুল আজিজসহ উপজেলা ও ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।