কেশবপুরের বুড়িহাটী মহিলা মাদ্রাসায় সততা ষ্টোরের উদ্বোধন

22
কেশবপুর
কেশবপুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসায় সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সততা ষ্টোরের উদ্বোধন করেন । ওই মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যনেজিং কমিটির সভাপতি ডাক্তার কামরুজ্জামান টুকু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল বারী, শিক্ষক প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী, আলী আজগার, মনোয়ারা বেগম, অন্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মশিয়ার রহমান, হযরত আলী, সেলিনা বেগম, রেজাউল ইসলাম, রজব আলী, শফিউল আলম, হাবিবুর রহমান ও আজহারুল ইসলাম প্রমূখ। উদ্বোধনের দিন থেকেই মাদ্রসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন আইটেমের খাদ্যসামগ্রী ক্রয়ে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। একই দিন সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম লেখা পড়ার মান উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতির খোজখবর নেয়ার জন্যে প্রতাপপুর দাখিল মাদ্রসা, প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়, বুড়িহাটী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রসা পরিদর্শন করেন।