কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে রথযাত্রা

59

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ কেশবপুরে বালিয়াডাঙ্গা দেবালয়ে রথযাত্রা উপলক্ষে ভক্তবৃন্দদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়েছে। শনিবার বিকেলে রথযাত্রা উপলক্ষে দেবালয় চত্বরে এক আলোচনাসভা শেষে দেবালয়ের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কোষাধ্যক্ষ কনক সেন, প্রচার সম্পাদক গৌতম কুমার রায় প্রমুখ। হাজার হাজার ভক্তরা বালিয়াডাঙ্গা দেবালয় থেকে রথ টেনে কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।